ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

১১৫ বছরের অসহায় নারীর পাশে ওসি সাদেকুর রহমান 

মোঃ রাহাত হোসাইন, কুমিল্লা প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩৭, ৩ আগস্ট ২০২১

১১৫ বছরের অসহায় নারীর পাশে ওসি সাদেকুর রহমান 

ছবি- বঙ্গবাণী

কুমিল্লার মুরাদনগরে ১১৫ বছর বয়সের দুধনেহের নামে এক বৃদ্ধা মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদিক খোরশেদ আলমের ফেসবুক আইডিতে স্ট্যাটাস ভাইরাল হয়। সেই স্ট্যাটাসটি মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমানের দৃষ্টিগোচর হলে সোমবার দুপুরে খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হন ওসি। 

জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের হতদরিদ্র ১১৫বছরের দুধনেহের বেগম তিন সন্তানের জননী। দীর্ঘদিন যাবত অসুস্থ, তার মাঝে এই করোনা মহামারীতে অভাবের সংসারে মানবেতর জীবনযাপন করছেন শতবর্ষি তিনি।

আজ থেকে প্রায় ৫০ বছর আগে দুধনেহেরের স্বামী মারা যান। ভিটেমাটি ছাড়া ছিল না কোন সম্বল। স্বামীর মৃত্যুর পর থেকেই অভাবের সংসারের হাল ধরেন দুধনেহের। 

ছেলে আব্দুল হালিম জানায়, বাবার মৃত্যুর পর থেকে অন্যের বাড়িতে কাজ করে মা আমাকে ও দুই বোনকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। বর্তমানে একটি জরাজীর্ন ঘরের মধ্যে বসবাস করি আমরা। সামান্য বৃষ্টিতে ঘরের ভিতরে পানি পরে। নেই কোন নিজস্ব টিউবওয়েল ও বাথরুম। করোনা ভাইরাসের কারনে কোন কাজে যেতে পারি না, মাঝে মা অসুস্থ। এই সময়ে খেয়ে বাঁচতে পারি না মায়ের চিকিৎসা করাব কিভাবে? মা তিনমাস পর পর যে বয়স্ক ভাতার টাকা পান তা দিয়ে উনার এক মাসের চিকিৎসাবাবদ ঔষধ কেনা যায় না। এই অবস্থায় সমাজের বৃত্তবান মানুষের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি ওই দরিদ্র পরিবারের বিষয়ে। তারপর তার বাড়িতে নিজে গিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য কুমিল্লা - ৩ মুরাদনগর, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উপহার হিসেবে কিছু খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেই। আগামীতে তার ও তার পরিবারের জন্য স্থায়ীভাবে কি করা যায় সেটা দেখব। আর তার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগীতা থাকবে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত