ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ | আশ্বিন ২৮ ১৪৩২
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫       
Shruhid Tea

‘হাসিনা দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায়’

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৫১, ২৭ জুলাই ২০২৫

‘হাসিনা দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায়’

ছবি- বঙ্গবাণী

আসছে ১৫ আগস্টকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শক্তি আবার সরগরম। ইতোমধ্যেই তারা আমাদের আনাচে-কানাচে ঢুকে গেছে। দেশের সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে। হাসিনা দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায় । বলে ফরিদপুরের সদরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় বক্তাগণ সকলকে সতর্ক করে এসব কথা বলেছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, ‘আওয়ামী লীগের লোকদের নিয়ে মিছিল করার আগে সতর্ক হবেন। আমাকে বা আপনাকে কিন্তু লাইসেন্স দেওয়া হয় নাই যে, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে ফরিদপুরের সদরপুরের আকোটের চরের শিকদার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তাগণ এসব কথা বলেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। 

বক্তাগণ বলেন, ৫ আগস্টের পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে কোন ষড়যন্ত্রই সফল হতে পারবেনা ইনশাআল্লাহ। এদেশে অবশ্যই জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে। আপনারা সকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং সম্প্রতি বিমান বিধ্বস্ত হয়ে ঢাকায় নিহত স্কুলের কোমলপ্রাণ শিশু ও স্কুল শিক্ষিকাগণের রুহের মাগফেরাত কামনা ও আহত শিশুদের সুস্থতার জন্য  বিশেষ দোয়া করা হয়।

আকোটেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান চোকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বার, যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদরপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন প্রমুখ। 

এসময় বিএনপি নেতা মাসুম দেওয়ান ও বিএম রায়হান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে বীর শহীদ ও বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের জন্য বিশেষ  মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা শাহজাদা মিয়া। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশে শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত