‘হাসিনা দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায়’
প্রকাশিত: ১৪:৫১, ২৭ জুলাই ২০২৫

ছবি- বঙ্গবাণী
আসছে ১৫ আগস্টকে কেন্দ্র করে ফ্যাসিস্ট শক্তি আবার সরগরম। ইতোমধ্যেই তারা আমাদের আনাচে-কানাচে ঢুকে গেছে। দেশের সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে। হাসিনা দেশে আরেকটা রক্তপাতের সূচনা করতে চায় । বলে ফরিদপুরের সদরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় বক্তাগণ সকলকে সতর্ক করে এসব কথা বলেছেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, ‘আওয়ামী লীগের লোকদের নিয়ে মিছিল করার আগে সতর্ক হবেন। আমাকে বা আপনাকে কিন্তু লাইসেন্স দেওয়া হয় নাই যে, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন।’
শনিবার (২৬ জুলাই) বিকেলে ফরিদপুরের সদরপুরের আকোটের চরের শিকদার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তাগণ এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
বক্তাগণ বলেন, ৫ আগস্টের পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে কোন ষড়যন্ত্রই সফল হতে পারবেনা ইনশাআল্লাহ। এদেশে অবশ্যই জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে। আপনারা সকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং সম্প্রতি বিমান বিধ্বস্ত হয়ে ঢাকায় নিহত স্কুলের কোমলপ্রাণ শিশু ও স্কুল শিক্ষিকাগণের রুহের মাগফেরাত কামনা ও আহত শিশুদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
আকোটেরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান চোকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বার, যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদরপুর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন প্রমুখ।
এসময় বিএনপি নেতা মাসুম দেওয়ান ও বিএম রায়হান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বীর শহীদ ও বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা শাহজাদা মিয়া। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশে শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি