ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

হরিণের মাংস সহ শিকারী আটক

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৮, ৩ আগস্ট ২০২১

হরিণের মাংস সহ শিকারী আটক

ছবি- বঙ্গবাণী

সুন্দরবনের হরিণের মাংস সহ এক শিকারী কে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। আজ দুপুরে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড । বিজ্ঞপ্তিতে জানানো  হয়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা'র একটি টহল দল কয়রা থানাধীন ঘড়িলাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ ০১ জন হরিণ শিকারীকে আটক করে। 

আটককৃত ব্যাক্তি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ১০ নং সরা লক্ষীখোলা গ্রামের মুসা ঢালী'র ছেলে আল-আমিন হোসেন (২১)।  আটককৃত হরিণ শিকারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনের প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি। জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত