ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

‘সে অসম্ভব মেধাবী ছাত্র’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৩, ৫ অক্টোবর ২০২২

‘সে অসম্ভব মেধাবী ছাত্র’

ছবি-সংগৃহীত

অনেকদিন পর আবার চলচ্চিত্র নির্মাণে আসছে দেশের অন্যতম চলচ্চিত্র নির্মতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘বারুদ’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। খবরটি জানিয়ে জাজ এর ভেরিফাইড ফেসবুক পেজ এ  প্রতিষ্ঠানটি লিখেছে- 

অনেক দিন পরে আবার নিজের ফর্মে ফিরছে জাজ। অর্থাৎ নতুন নায়ক-নায়িকা নিয়ে সিনেমা বানানো। জাজ সব সময় এটা করে, কারণ জাজ বিশ্বাস করে সিনেমা হিট করার জন্য দরকার ভালো গল্প, ভালো মেকিং আর স্মার্ট মার্কেটিং। স্টার নয়। 

শেষ ২০১৮ সালে পোড়ামন-২ তে নতুন নায়ক-নায়িকা নিয়ে সিনেমা মুক্তি দিয়েছে জাজ । 
এবার ৫ বছর পরে ২০২৩ এর রোজার ঈদে জাজ নতুন নায়ক নায়িকা নিয়ে আসছে। নায়ক নায়িকা সবাই চূড়ান্ত। সিনেমাঃ বারুদ, পরিচালনাঃ সৈকত নাসির,প্রযোজনা ও পরিবেশনাঃ জাজ মাল্টিমিডিয়া। 

আপনারা জানেন, জাজ এর ফেইসবুক পেইজ থেকে নতুন নায়ক হওয়ার জন্য আবেদন করতে বলা হয়। প্রায় ২০ হাজার এর মত আবেদন পরে। সেই খান থকে আমরা যাচাই বাছাই করে এক জন নির্বাচন করি। আর সেই হচ্ছে বারুদ সিনেমার নায়ক। বর্তমানে সে একটি বিশ্ববিদ্যালয়ে পরে। সে অসম্ভব মেধাবী ছাত্র। আর অভিনয়? তার অভিনয় সম্পর্কে একটা কথাই বলব, অভিনয়ে ‘বারুদ’ বা বলা যায়, আমরা বাংলার নেওয়াজউদ্দিন সিদ্দিক পেয়েছি।

‘বারুদ’ সিনেমার নায়ক নায়িকা কে আপনাদের সাথে যথা সময় পরিচয় করিয়ে দিব। আমরা বিশ্বাস রাখি, বারুদ সিনেমা দিয়ে, বাংলা চলচ্চিত্রে নতুন নায়ক নায়িকা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 
আমরা সবাই আপনাদের দোয়া প্রার্থী। 

বিঃ দ্রঃ দয়া করে কেউ এখন এই নতুন নায়ক নায়িকার নাম জানতে চাইবেন না। আমরা যথা সময়, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত