ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

শোক দিবস স্মরণে বিটিভিতে ‘যদি রাত পোহালে শোনা যেত’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:১৩, ১৩ আগস্ট ২০২১

শোক দিবস স্মরণে বিটিভিতে ‘যদি রাত পোহালে শোনা যেত’

ছবি-সংগৃহীত

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। আবৃত্তি, গান, সাত মার্চের ভাষণ, পাঠ, অ্যানিমেশন, নাটিকা দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। মো: সাখাওয়াত হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটির প্রযোজনা করছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী।

এতে জনপ্রিয় অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। 

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন, জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেন, কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। 

উল্লেখ্য, তিন পর্বে নির্মিত এ অনুষ্ঠানের ১ম পর্ব আজ শুক্রবার বিকাল ৫ টা ১০ মিনিটে। ২য় পর্ব আগামীকাল শনিবার বিকাল ৫টায় ১০ মিনিটে এবং ৩য় পর্ব রোববার সকাল সাড়ে ১১টায় প্রচারিত হবে। 

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত