মুরাদনগরে মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত: ১৭:৪৪, ১৬ ডিসেম্বর ২০২০
ছবি- বঙ্গবাণী
কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুরাদনগর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর ম্যুরাল, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ জাতীয় সংসদ সদস্য কুমিল্লা-৩ মুরাদনগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি ম.রুহুল আমিন। বীর মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন মাহমুদ। উপজেলার চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ। উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল। মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান প্রমুখ।
এর পূর্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীনের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হারুনুর রশিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকারের নেতৃত্বে মুরাদনগর উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের নেতৃত্বে উপজেলা প্রশাসন, যুগান্তর কুমিল্লা ব্যুরো ও আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এবং মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়েরের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, উপজেলার সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আক্তার হোসেন এর নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, এ ছাড়াও যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুরাদনগর ক্লাব, সবুজ সংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতপরিবেশনের সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি

