ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বিবাহ অভিযান-২ এ নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:১৩, ২০ অক্টোবর ২০২২

বিবাহ অভিযান-২ এ নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

'বিবাহ অভিযান' নামে কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি বেশ দর্শক সারা পায়। এবার 'বিবাহ অভিযান-২' তৈরির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সিনেমাটি পরিচালনা করবেন সৌমিক হালদার। এতেও অভিনয় করবেন নুসরাত ফারিয়া। 

'বিবাহ অভিযান-২' সিনেমায় আরও অভিনয় করবেন অঙ্কুশ, অনির্বাণ, রুদ্রনীল, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকার।

নুসরাত ফারিয়া বলেন, 'দুইবার এই সিনেমার শুটিং পেছানোর পর অবশেষে শুটিং তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে। আমিও অপেক্ষায় ছিলাম শুটিংয়ের জন্য। এই সিনেমার প্রথম পার্ট দর্শক দারুণ পছন্দ করেছিল। আসা করছি নতুন পার্টও পছন্দ করবে।'

এদিকে  মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত 'মুজিব: একটি জাতির রূপকার', 'পাতালঘর', কলকাতার সিনেমা 'রকস্টার'।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত