ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বরিশালের ইউএনও ও ওসির বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি   বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৩, ২২ আগস্ট ২০২১

বরিশালের ইউএনও ও ওসির বিরুদ্ধে মামলা

ইউএনও মুনিবুর রহমান- ফাইল ছবি

বরিশালের হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে দুই মামলা করা হয়েছে। এছাড়া মামলায় আসামির তালিকায় রয়েছেন কোতোয়ালি থানায় ওসি এবং ইউএনওর বাস ভবনের আনসাররা। রোববার প্যানেল মেয়র ও সিটি রাজস্ব কর্মকর্তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ দুটি মামলা করেন। 

এর আগে, বরিশাল সদর উপজেলার ইউএনও সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে দুই মামলা করা হয়েছে। মামলা দুটির অভিযোগপত্র আদালত গ্রহণ করলে আইন অনুযায়ী মেয়র সাময়িক বরখাস্ত হতে পারেন।

গত বুধবার রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্র নেতাদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালানো হয়। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে।

এ ঘটনায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র সাদিক আব্দুল্লাহকে গ্রেফতারের দাবি জানানো হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত