ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বঙ্গবন্ধুর নামের সঙ্গে এই চরিত্রটি বেঁচে থাকবে: বাপ্পি চৌধুরী 

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০৯, ১২ জুন ২০২১

বঙ্গবন্ধুর নামের সঙ্গে এই চরিত্রটি বেঁচে থাকবে: বাপ্পি চৌধুরী 

‘৫৭০’ চলচ্চিত্রের একটি দৃশ্যে বাপ্পি চৌধুরী

জাতীয় শোক দিবসে মুক্তি পাচ্ছে দর্শকপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী অভিনীত চলচ্চিত্র '৫৭০'। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার লাশ দাফনের ঘটনা নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। চলচ্চিত্রটি জাতীয় শোক দিবসে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। 

আশরাফ শিশির বঙ্গবাণীকে বলেন, গত বছরের অক্টোবর থেকে শুরু করেছিলাম। লকডাইন শিথিলের মাঝে এর কাজ এগিয়ে নেই। কিছুদিন আগে ‘৫৭০’ চলচ্চিত্রটির  শুটিং শেষ হয়েছে। এখন পোষ্ট প্রডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে জুনের আগেই সেন্সরে জমা পরবে ‘৫৭০’।

পরিচালক আরো বলেন, ‘চলচ্চিত্রটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী কয়েক ঘন্টা নিয়ে নির্মিত হয়েছে। এজন্যই আমরা ‘৫৭০’ আগামী শোক দিবসে মুক্তি দিতে চাই। এ লক্ষ্যেই দ্রুত কাজ করছি। পিরিয়ডিক্যাল সিনেমা হওয়ায় ‘৫৭০’এ ভিএফএক্সের কাজ বেশি। তাই একটু সময় নিয়ে কাজ করতে হচ্ছে। কাজ শেষ হলেই আগামী শোক দিবসে মুক্তি দেওয়ার চিন্তা আমাদের।’

বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। রুপালি পর্দায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হচ্ছে চলচ্চিত্রটিতে। এতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সৈনিক চরিত্রে দেখা যাবে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়।

‘৫৭০’ নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘অনেক বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি। এর গল্পে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়ার সময় অন্য সেনা সদস্যদের সঙ্গে আমিও ছিলাম। টুঙ্গিপাড়া নামার পর সেনা সদর দফতর থেকে ক্ষণে ক্ষণে প্রেশার আসছিলো, দ্রুত দাফন করার জন্য। টাইম বেঁধে দেওয়া হয় সর্বোচ্চ এক ঘণ্টা। মানে বিষয়টি এমন, বঙ্গবন্ধুকে গোসল করানোর দরকার নেই, দ্রুত দাফন করে ফেলো! তবুও আমরা গোসল করানোর উদ্যোগ নিই। কারণ, রক্তাক্ত বঙ্গবন্ধুকে এভাবে দাফন করতে চাইনি আমরা। হুজুর ডাকা হলো। তিনি বললেন, সাবান ছাড়া তো গোসল সম্ভব নয়। ওদিকে ঢাকা থেকে প্রেশার আসছিলো- দ্রুত করার জন্য। এরপর আমি আমার বড় অফিসারকে অনুরোধ করে এক পিচ্চিকে দিয়ে সাবান কেনার ব্যবস্থা করি। ছেলেটা নিয়ে আসে তখনকার এক টুকরো কাপড় কাচা সাবান। সাবানটির নাম- ৫৭০। সেই সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয়। ছবিটির নাম মূলত এখান থেকেই। তবে ছবিটির প্রেক্ষাপটের আরও গভীরতা রয়েছে।’

এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্রে কাজের বিষয়ে নিজের অনুভূতি প্রসঙ্গে দর্শকপ্রিয় এই নায়ক বলেন, ‘৫৭৯’ এ কাজ করা আমার জন্য এটা অন্যরকম এক অনুভূতি। এমন চলচ্চিত্রে কারা হচ্ছে নিজেকে ইতিহাসের অংশ করে নেওয়া। বঙ্গবন্ধুর নামের সঙ্গে এই চরিত্রটি বেঁচে থাকবে। চলচ্চিত্রটির এমন চরিত্রে আমাকে নেওয়ার জন্য শিশির ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ' 

বাপ্পি চৌধুরী ছাড়াও‘৫৭০’এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ আরো শতাধিক শিল্পী।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত