ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু-ফিল্মে তারিন 

বঙ্গবাণী

প্রকাশিত: ১১:১৮, ১১ আগস্ট ২০২১

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু-ফিল্মে তারিন 

তারিন জাহান। ছবি-সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘রক্তমাখা সিঁড়ি’ গানটি অবলম্বনে একটি মিউজিক্যাল ডকু-ফিল্ম নির্মিত হচ্ছে। এই ফিল্মে ১০ আগস্ট (সোমবার) শুটিংয়ে অংশ নিলেন দর্শকপ্রিয় অভিনয় শিল্পী তারিন জাহান। ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা যাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু জায়গায় শুটিং সম্পন্ন করেছেন বলে জানান তারিন। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকু-ফিল্মে অংশ নিতে পেরে। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি।’

গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এই মিউজিক্যাল ডকু-ফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।

সুজন হাজং বলেন, ‘তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ শিরোনামের গানটিতে  অভিনেত্রী হিসেবে তারিনকে নির্বাচন করেছি। কারণ গানের হৃদয়স্পর্শী সুর এবং অসাধারণ গায়কী, সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই আমার উপযুক্ত মনে হয়েছে। আশা করি এই গুণী অভিনেত্রী ধানমন্ডি বত্রিশ তথা বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরকে নতুন প্রজন্মের কাছে চেতনার বাতিঘর হিসেবে সুনিপুণভাবে উপস্থাপন করতে পারবেন।’

মিউজিক্যাল ডকু-ফিল্মটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত