ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ জুলাই ২০২১

ফরিদপুরে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রশাসনের নানা চেষ্টাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা ফরিদপুরের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে ৭ জন করোনায় বাকী ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। 

এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৩৬৯ জন। মৃতের হার ২.১৩ ভাগ। মৃতদের মধ্যে ৮ জন ফরিদপুর, ৬ জন রাজবাড়ী, ২ জন মাদারীপুর ও ১ জন মাগুড়া জেলার বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে. এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৩জন। 

আক্রান্তের হার ২৪.৬৬ ভাগ। সুস্থ্য হয়েছে ১৩ হাজার ৪১৭ জন। সুস্থ্যের হার ৭৭.৭২ ভাগ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৮,৯৭ ভাগ।  হাসপাতালে ভর্তি ২৮৩ জন। মোট হোম আইসোলেশসে আছে ৩১৭০ জন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত