ঢাকা, ০৮ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৩ ১৪৩২
ঢাকা, ০৮ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীর নামে এ কে আজাদের মামলার তদন্ত চলছে

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:১৬, ৭ জুলাই ২০২৫

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীর নামে এ কে আজাদের মামলার তদন্ত চলছে

কোতয়ালী থানা, ফরিদপুর।

কোতয়ালী থানা পুলিশ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের মামলার তদন্ত চলছে বলো জানিয়েছেন হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান। শুক্রবার দিনগত রাত ১২ টা ০৫ মিনিটে  (৫জুলাই) এ কে আজাদের পক্ষে তিনি মামলাটি দায়ের করেন।

এ কে আজাদের বাড়িতে চড়াও ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

রাফিজুল খান বলেন, (রবিবার) দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বিশ্বান ঘটনা স্থল পরির্দশন করেছেন। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, আমরা চাই স্যারের(এ কে আজাদের) বাড়িতে চড়াও ও তাকে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হোক।

ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ মামলার তদন্ত চলছে। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত