ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:২৯, ১৩ এপ্রিল ২০২৫

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ 

উক্ত সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন  মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাব  এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
 
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে মাসিক উন্নয়ন কমিটি ও আইনশৃংখলা কমিটির সভা করার তাগিদ‌ দেওয়া হয়। 
সভায় বলা হয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে তবে আরো উন্নতির সুযোগ আছে৷ 

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য গত মাসে ১২৫ টি অভিযান পরিচালনা করে ৩২ জন  আসামীর বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়৷ এরমধ্যে ৯টি নিয়মিত মামলা ও ২৩টি অনিয়মিত মামলা করা হয়৷

সভায় সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রয়োজনীতা  তুলে ধরে ‌ আলোচনা করা হয়। এছাড়া নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং রাস্তায় অনিবন্ধিত থ্রি-হুইলার চলাচল বন্ধের ব্যাপারে ও আলোচনা করা হয়। ফরিদপুর শহরের নদী তীরে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে শক্ত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের ‌পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত