ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে
প্রকাশিত: ১৫:৩১, ১১ জানুয়ারি ২০২৬
ছবি-সংগৃহীত
ফরিদপুর শহরের আলিমুজ্জামান সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর সদস্যরা। আজ রোববার (১১ জানুয়ারী) সকাল ১০টায় বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে এটি নিষ্ক্রিয় করা হয়।
এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ। শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বোমাটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত বোমাটি আলিপুর সেতুর নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখেন যৌথ বাহিনী।
শনিবার ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।
তিনি আরো জানান, বিশেষজ্ঞ টিম নিশ্চিত না করা পর্যন্ত বস্তুটি স্পর্শ করা হচ্ছে না। জননিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে।
এ বিষয়ে এটিইউ-এর পুলিশ ইন্সপেক্টর শংকর সাহা বলেন, এই বোমাটা ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী। এটা ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এটা আইইডি এবং পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত। এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট উপরে উঠে যায়। এটা বিস্ফোরিত হলে এলাকার মানুষের জন্য এবং জেলার বড় ধরনের ক্ষতি হতে পারত। একই সাথে প্রাণহানির আশঙ্কা থাকতো।
এদিকে এই বোমা বিস্ফোরের সময় পুরো এলাকায় কম্পনের সৃষ্টি হয়। বোমাটি বিস্ফোরণ হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি লক্ষ করা যায়।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি

