ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
প্রকাশিত: ১৮:২১, ১৭ মার্চ ২০২৩

ছবি- বঙ্গবাণী
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৮ জন প্রতিদ্বদ্বিতা করছেন। ভোট গননা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের ৭ জন, বিদ্রোহী প্রার্থী ২ জন ও বিএনপি সমর্থিত ২ জন চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন- চরমাধবদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের তুহিনুর রহমান খোকন মন্ডল, ঈশান গোপালপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সহীদুল ইসলাম মজনু, কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের বাশারুল আলম বাদশা, কৈজুরী ইউনিয়নে নৌকা প্রতীকের সিদ্দিকুর রহমান ফকির, গেরদা ইউনিয়নে নৌকা প্রতীকের এম. আর হক, আলিয়াবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের ওমর ফারুক ডাবলু।
এছাড়া নর্থচ্যানেল ইউনিয়নে নৌকা প্রতীকের মোঃ মোফাজ্জেল হোসেন, ডিক্রীরচর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের মেহেদী হাসান মিন্টু ফকির (বিদ্রোহী), মাচ্চর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের জাহিদ মুন্সী (বিদ্রোহী), অম্বিকাপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের মো. নূরুল আলম (বিএনপি সমর্থিত), কানাইপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকের শাহ মো. আলতাফ (বিএনপি সমর্থিত)।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। মোট ২ লাখ ৩৩ হাজার ২৯ জন ভোটার উপজেলার ১০৩ টি ভোটকেন্দ্রের ৬৬৫ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১১টি ইউনিয়নে স্থাপিত ১১৩ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর নির্বাচন পরিচালনার জন্য ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন।
বঙ্গবাণীডটকম/এমএস/এএইস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- ইউপি নির্বাচন
সালথায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত-১ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- উপজেলা পরিষদ তো নয়, যেন ছাগলের খামার!