ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

পেটের বাচ্চার চিন্তায় আমি অস্থির : পরীমনি

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩৬, ১ এপ্রিল ২০২২

পেটের বাচ্চার চিন্তায় আমি অস্থির : পরীমনি

পরীমনি

ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা পরীমনির অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। কিন্তু প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিলো তার। গত ২৭ মার্চ সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা তানিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন এই ঢালিউড সুন্দরী। 

এবিষয়ে পরীমনি বলেন, ‘মাথা ঘুরে পড়ে যাওয়াতে পেটের একপাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সমস্যা হয়নি।’

হাসপাতাল টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। 

পরীমনি বলেন, ‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকালে বাসায় এসেছি। এখনো শরীর পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি। ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। স্বাভাবিকভাবে এখনো শারীরিকভাবে দুর্বল। তা ছাড়া শরীরে হিমোগ্লোবিন ও ভিটামিন ডি কমে গিয়েছিলো। 

গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। কিছুদিন আগে বিয়ে ও মা হওয়ার খবর জানান তিনি।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত