ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

পরীমনির অভিযোগে নাসির সহ গ্রেফতার পাঁচ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৯, ১৪ জুন ২০২১

পরীমনির অভিযোগে নাসির সহ গ্রেফতার পাঁচ

পরীমনি ও অভিযুক্ত নাসির উদ্দিন

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা জেলা পুলিশের যৌথ অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। 

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান। অন্যদিকে ঢাকা জেলা পুলিশের নেতৃত্ব দেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

তবে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

উল্লেখ্য, সোমবার (১৪ জুন) দুপুরের দিকে আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করে ঢাকার সাভার মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা পরীমনি।

এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোষ্টের মাধ্যমে এই বিচার চান পরীমনি। এর কয়েকঘন্টা পরে সংবাদ সম্মেলন করেছেন পরীমনি (সংবাদ সম্মেলনের বক্তব্য নিচের ভিডিওতে দেখা যাবে)। 

ভিডিও দেখুন এখানেhttps://youtu.be/tPomGfSRRLo?t=265

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত