ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৪ | কার্তিক ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

নেপালকে নিয়ে হোয়াটমোরের নতুন চ্যালেঞ্জে

খেলা ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:০২, ১৮ ডিসেম্বর ২০২০

নেপালকে নিয়ে হোয়াটমোরের নতুন চ্যালেঞ্জে

ডেভ হোয়াটমোর।

নেপালের কোচ হলেন হোয়াটমোর। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়েকে কোচিং করানোর পর এবার নতুন এই চ্যালেঞ্জে নেমেছেন তনি। নেপালের হেড কোচের দায়িত্ব নিয়েছেন এই অস্ট্রেলিয়ান।

হোয়াটমোর মূলত বড় লক্ষ্য নিয়েই নেপালের দায়িত্ব নিয়েছেন। ভারতে ২০২১ সালে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি নেপাল। সে জন্য হোয়াটমোরের লক্ষ্যই হচ্ছে দলটি যেন ২০২২ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে জায়গা করে নেয়।

নেপাল ক্রিকেট অ্যাসেসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘ডেভ খুবই আগ্রহের সঙ্গে দায়িত্ব নিতে মুখিয়ে আছে। কারণ তিনি বিশ্বাস করেন যে, নেপালের অনেক প্রতিভা ও আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই ডেভ নেপালের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন।’

কোচ হিসেবে কম সাফল্য আসেনি হোয়াটমোরের। সর্বোচ্চ সাফল্য বলতে গেলে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতাতে ছিল তার বড় অবদান। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট উত্থানেও তার ভূমিকা ছিল অসামান্য। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যারা নকআউট করেছিল শক্তিশালী ভারতকে, হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকেও। তাই তার অভিজ্ঞতার ভাণ্ডার নেপালের ক্রিকেটকে সমৃদ্ধ করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেসকেরা। 

বঙ্গবাণী/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত