ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

নেইমার নিষিদ্ধ

খেলা ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২০

নেইমার নিষিদ্ধ

নেইমার

ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মারামারিতে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সেই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় মেরে বসেন। এরপরই রেফারির লাল কার্ডে মাঠ ছাড়তে হয় নেইমারকে। 

এদিকে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। পরে গঞ্জালেজ অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

কিন্তু ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আগামী রোববার নিসের বিপক্ষে ম্যাচও খেলতে পারছেন না নেইমার।

বঙ্গবাণী/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত