ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

নায়ক নিরবের ফেজবুক পেইজ হ্যাক, ছড়াচ্ছে বিভ্রান্তি

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১১:১৩, ৬ আগস্ট ২০২১

নায়ক নিরবের ফেজবুক পেইজ হ্যাক, ছড়াচ্ছে বিভ্রান্তি

নিরব হোসাইন

ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক নিরব এর ফেসবুক পেইজ হ্যাক হয়েছে। গত মাসের ৩১ তারিখ থেকে পেইটির নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। হ্যাকারা পেইজটিতে কিছু বাজে পোস্ট এবং একাউন্টটি দিয়ে কিছু বাজে পোস্টে কমেন্ট করায় অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে বলে জানিয়েছেন নিরব।

এ বিষয়ে তিনি বলেন, আমার Nirab Hossain পেইজটি হ্যাক হয়েছে। তাই বর্তমানে পেইজটিতে কিছু বাজে পোস্ট এবং একাউন্টটি দিয়ে কিছু বাজে পোস্টে কমেন্ট করায় অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে। একাউন্টটি রিকভার করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত এই  সাময়িক অসুবিধার জন্য। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো।

অভিনয়ের পাশাপাশি নিরব সম্প্রতি যুক্ত হয়েছেন কর্পোরেট দুনিয়ায়। ‘শ্রেষ্ঠ’ নামে একটি অনলাইন মার্কেটপ্লেসের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। এখানে ই-কর্মাস প্রতিষ্ঠানটির গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তৈরি ও উন্নয়নে কাজ করছেন নিরব।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত