ঢাকা, ১০ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৬ ১৪৩২
ঢাকা, ১০ জুলাই, ২০২৫       
Shruhid Tea

দ্বিতীয় দিনেও হাউজফুল তমার ‘সুড়ঙ্গ’, উচ্ছ্বাসিত নায়িকা

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৩১, ১ জুলাই ২০২৩

দ্বিতীয় দিনেও হাউজফুল তমার ‘সুড়ঙ্গ’, উচ্ছ্বাসিত নায়িকা

তমা মির্জা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন চলচ্চিত্র। এগুলো হলো রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’। মুক্তির পর থেকে সব চলচ্চিত্রই দারুন দর্শক সাড়া পাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন হলে যাচ্ছে হাউজফুল শো।

এরমধ্যে ‘সুড়ঙ্গ’ নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকের বিপুল উচ্ছ্বাস-উন্মাদনা দেখা যাচ্ছে। ঈদের দিন থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করেও দর্শক ছুটে যাচ্ছেন হলে। যে চাপ সামলাতে শো বাড়াতে বাধ্য হয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

প্রথম দিন এই মাল্টিপ্লেক্সের সাতটি শাখায় ‘সুড়ঙ্গ’র শো ছিল নয়টি। দ্বিতীয় দিনে পূর্বনির্ধারিত শো ছিল ১৮টি। কিন্তু দর্শকের চাপে আরও প্রায় ১৫টি শো যুক্ত করা হয়েছে তাদের শাখাগুলোতে। ফলে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সে প্রায় ৩৩টি শো প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্রটিন নায়িকা তমা মির্জা। এতে উচ্ছ্বাসিত তিনি। জানান (আজকের) দ্বীতিয় দিনের সবগুলো শো’ই হাউজফুল।

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। আলফা আই ও চরকি প্রযোজিত ছবিটি ভারতেও মুক্তি পাবে বলে জানা গেছে।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত