ঢাকা, ১১ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৭ ১৪৩২
ঢাকা, ১১ জুলাই, ২০২৫       
Shruhid Tea

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি দিল সরকার

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১৭, ১১ এপ্রিল ২০২৩

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি দিল সরকার

ছবি-সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি দিল সরকার। চলতি বছর শুরুর দিকে দেশের প্রেক্ষাগৃহে ভারতের সিনেমার মুক্তির পক্ষে মত দেয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। আর বেশ কয়েক বছর ধরেই একই দাবি করে আসছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হয়, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে।

তবে সেটি আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হয়েছে। যা আমদানি ও রপ্তানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা। 

যেখানে আরও বলা হয়, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়। মূলত সেই সূত্রেই ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র আমদানি ও রপ্তানির এই সিদ্ধান্ত পাঠায় বিএফডিসিসহ সিনেমা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

এখানে শর্ত হিসেবে বলা হয়েছে, আমদানি করা সিনেমাগুলো দুই ঈদ ও দুর্গাপূজার সপ্তাহে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। এর বাইরে সারা বছরই ছবিগুলো উন্মুক্ত রাখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। পাশাপাশি প্রতিটি ছবির সাব টাইটেল থাকতে হবে এবং সেন্সরবোর্ডের ছাড়পত্র নিতে হবে।

এদিকে, দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির জোর দাবি ওঠে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’মুক্তির পরপরই। সাফটা চুক্তির আওতায় এটি দেশে মুক্তির প্রস্তুতি নিয়েছিল নির্মাতা-প্রযোজক অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অবশেষে মুক্তির অনুমতি পাওয়ার পর অনেকেই ধারণা করছে, ‘পাঠান’ দিয়ে দেশের বাজারে নতুন অধ্যায় শুরু হচ্ছে।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত