ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা

আরিফ হোসেন, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৩, ৭ মার্চ ২০২২

চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা

আলোচনায় অংশ নেয়া সাংবাদিকবৃন্দ

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় সাংবাদিকদের সাথে অভিবাসন উন্নয়ন প্রগ্রাম(ওকাপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে অবস্থিত ওকাপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

ওকাপ চরভদ্রাসন শাখার মাঠ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক মেজবাউদ্দীন, আবদুস সবুর কাজল, আ: ওহাব মোল্যা, লিয়াকত আলী লাভলু, নাজমুল হাসান নিরব, মো. আসলাম বেপারী, এম এম সাইফুর রহমান, রতন কুমার টিকাদার, ওকাপের গাজীরটেক ফোরম সভাপতি মজিবর মোল্যা, সমাজকর্মী সালমা বেগম।

সভায় বক্তারা অভিবাসীদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে করনীয় এবং ওকাপের সাথে সাংবাদিকদের অংশ্রহনমূলক কর্মক্ষেত্র সৃষ্টির বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

বঙ্গবাণীডটকম/এমএস/এএইস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত