ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

আরিফ হোসেন, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২১, ১৫ আগস্ট ২০২১

চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরের চরভদ্রানে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা। 

এর পর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে দোয়া মোনাজাত শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও চরভদ্রাসন থানা পরিদর্শক মোঃ জাকারিয়া হোসেন। 

এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ যোহর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা  প্রতিযোগিতা, আবৃতি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত