ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

করোনা জয় করলেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১১:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০

করোনা জয় করলেন ফেরদৌস ওয়াহিদ

ফেরদৌস ওয়াহিদ

মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। বিষয়টি জানিয়েছেন শিল্পীর সহযোগী মোশাররফ আজমী।

মোশাররফ বলেন, ‘১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন করোনামুক্ত হলেও শতভাগ সুস্থ নন। তবে আগের চেয়ে তিনি এখন অনেকটা ভালোর দিকে।’  
আরও জানান, হাসপাতালে নেওয়ার পর ফেরদৌস ওয়াহিদকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল। থাকতে হয়েছে মোট ১১ দিন।

গত ২০ আগস্ট জ্বর ও শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ফেরদৌস ওয়াহিদ।

করোনাক্রান্ত ছাড়াও ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন।  

ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি।
তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম প্রভৃতি।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত