ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ | চৈত্র ৯ ১৪৩১
ঢাকা, ২৩ মার্চ, ২০২৫       
Shruhid Tea

করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৫৯, ৩ এপ্রিল ২০২১

করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার

জগদীশ চন্দ্র ঘোষ

ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ (তারাপদ স্যার) করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেট আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। তিনি চিরকুমর ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস বলেন, দুই দিন যাবত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। তিনি শুক্রবার রাত নয়টার দিকে মারা যান।

তার মৃত্যতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দীকিসহ বিশিষ্টজনরা।

শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে তারাপদ স্যারের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম প্রমুখ। পরে বেলা ১১টার দিকে শহরের অম্বিকা মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত