ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

ঈদে মুক্তি পেল রাজের ‘অন এয়ার’ (ভিডিও সহ)

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৫৭, ২৫ জুলাই ২০২১

ঈদে মুক্তি পেল রাজের ‘অন এয়ার’ (ভিডিও সহ)

ঈদে মুক্তি পেয়েছে মামুনুর রশীদ রাজের লেখা গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন এয়ার’। শেখ সাদীর পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন রাজ নিজেই। ‘অন এয়ার’ বুধবার সকাল দশটায় ইউটিউব চ্যানেল রঙিন সাম্পান এ মুক্তি পেয়েছে। 

পরিচালক শেখ সাদী জানান, ‘অন এয়ার’ এ ব্যক্তিজীবনের আবেগকে পাশ কাটিয়ে পেশাগত দায়িত্ব পালনে সদাব্যস্ত একজন সংবাদ উপস্থাপকের চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করছি, ভিন্নধর্মী গল্পটি দর্শকদের ভালো লাগবে।

স্যাটেলাইট টেলিভিশন জিটিভির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন মামুনুর রশীদ রাজ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিষয়ে তিনি বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এটা আমার প্রথম কাজ। তবে আমার গল্পটাকে পরিচালক তার নির্মাণশৈলীতে ফুটিয়ে তুলতে নান্দনিকতার পরিচয় দিয়েছেন, সেটা প্রশংসনীয়।

‘অন এয়ার’ রাজ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেক সংবাদ উপস্থাপক মুজাহিদ শিমুলসহ ইভানা, শারমিন, বাপ্পী, ইফতি, অলি ও অনলাইন রেডিও স্বদেশের আরজে সাইমুর রহমান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত