ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৩ ১৪৩২
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

ইজারা বাতিল করে ফরিদপুর নৌ বন্দরের দ্বায়িত্বে বিআইডাব্লিউটিসি

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫৬, ৬ অক্টোবর ২০২০

ইজারা বাতিল করে ফরিদপুর নৌ বন্দরের দ্বায়িত্বে বিআইডাব্লিউটিসি

ছবি-সংগৃহীত

ফরিদপুরের বহুল ব্যবহৃত সিএন্ডবি ঘাট নৌ বন্দরের ইজারা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাত হতে এ বন্দরের কতৃত্ব গ্রহণ করছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিসি। নদী বন্দরের ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান ও ফোরশোর নকশা প্রস্তুতের জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বিআইডাব্লিউটিসি উপ পরিচালক শেখ মো. সেলিম রেজা স্বাক্ষরিত পত্রে চলতি অর্থ বছরের ইজারা বাতিল করে ইজারা প্রদান পদ্ধতি ৩৩(খ)(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই নৌ বন্দরটি পরিচালনার জন্য কর্তৃপক্ষের কর্মচারীদের নিয়োজিত করার নির্দেশ দেয়া হয়।  

মঙ্গলবার রাত ১২ টার পর থেকে বন্দরের শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পয়েন্ট হতে কর্তৃপক্ষ নিযুক্ত কর্মচারীগণ নির্ধারিত হারে রাজস্ব আদায় করবেন। 

এব্যাপারে ফরিদপুর নৌ বন্দরের ইজারাদার রিয়াজ কর্পোরেশনের স্বত্বাধিকারী রিয়াজ আহম্মেদ শান্ত জানান, তারা তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন। বন্দর পরিচালনার জন্য তারা কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন। নৌ বন্দরের পরিধি বাড়লে অত্রাঞ্চলের জনগণের অনেক উপকার সাধিত হবে।

এবিষয়ে বিআইডাব্লিউটিসির উপ পরিচালক শেখ মোঃ সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাত হতে এ বন্দর পরিচালনার দ্বায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত