ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

আমি কানায়-কানায় পরিপূর্ণ: ডিএ তায়েব

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ অক্টোবর ২০২১

আমি কানায়-কানায় পরিপূর্ণ: ডিএ তায়েব

ছবি-সংগৃহীত

বাংলাদেশ পুলিশের প্রথম সারির কর্মকর্তা হলেও বেশিরভাগ মানুষের কাছে ডিএ তায়েব শোবিজ তারকা হিসেবেই পরিচিত। চলচ্চিত্র, খন্ড নাটক ও ধারাবাহিকে সমান জনপ্রিয় তিনি। তবে এত কিছুর সঙ্গে চাকুরি ক্ষেত্রেও সফলতার সাক্ষর রেখেছেন। অর্জন করেছেন বেশ কয়েকটি স্বর্ণপদক। তার কিছু অর্জনের কথা নিজের ফেসবুকে শেয়ার করেছেন সময়ের জনপ্রিয় এই তারকা। ফেসবুকে তিনি লিখেছিন...

‘অনেকের দৃষ্টিতে পৃথিবীর সেরা পুলিশ অফিসারের সম্মান আমি পেয়েছি। এমন একটি ব্যস্ত চাকরীর পাশাপাশি আমি চলচ্চিত্র এবং নাটকে যে জায়গা করে নিয়েছি এটাও অসম্ভব মনে হয়েছে তাদের কাছে।’ 

তিনি আরো লিখেছেন, ‘পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করা কালীন জাতিসংঘে স্বর্ণপদক এবং দেশে চার চারবার মহাপুলিশ পরিদর্শক পদকে সম্মানিত হয়েছি। এক জীবনে এত  ভালোবাসা এতটা পরিচিতি সত্যি সব নিয়ে আমি কানায়-কানায় পরিপূর্ণ।’

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত