আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত: ওমর সানী
প্রকাশিত: ১৮:৪৮, ১৩ জুন ২০২২
ওমর সানী ও মৌসুমী। ছবি- সংগৃহীত
এখন চলচ্চিত্রের চেয়ে শিল্পীদের ব্যাক্তিগত খবর নিয়ে বেশি আলোচনা হচ্ছে চলচ্চিত্রপাড়ায়। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সুখের সংসারে ভাঙনের অভিযোগ তুলেছেন চিত্রনায়ক ওমর সানী। জায়েদ খানের বিচার চেয়ে অভিযোগ লিখিত আকারে জমাও দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে।
এদিকে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী চিত্রনায়কা মৌসুমী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন এই নায়িকা।
এসব নিয়ে সোমবার ফেসবুকে লাইভে আসেন ওমর সানী। সেখানে তিনি বলেন, আমার ৩২ বছর ফ্লিম ক্যারিয়ার আজ অব্দি কেউ আঙুল দিতে পারবে না। মৌসুমীকে আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুইটি ছেলে-মেয়ে আছে। ফারদিন আর ফাইজার। আমার ছেলে বিয়েও করেছে। আমার বোন, ভাই, ভাগ্নি সবাই আছে।
তিনি বলেন, আমি জায়েদ খানের বিরুদ্ধে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অ্যাপ্লাই করেছিলাম। এ সিদ্ধান্তে আমি এখনো অনড়।
জনপ্রিয় এই নায়ক আরো বলেন, জায়েদের বিরুদ্ধে আমি যেসব বলেছি...। বিশেষ করে গাড়ির বিষয়ে এসব নিয়ে যথেষ্ট প্রমাণ আছে। আমার ও আমার ছেলে ফারদিনের কাছেই প্রমাণ আছে।
মৌসুমীকে নিয়ে তিনি বলেন, সে আমার স্ত্রী। আমার সন্তানের মা। আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত। আমি তাকে অসম্মান করে একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, এটা শুধু মৌসুমীই জানে। তবে জায়েদ খানের সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে, সবাই জানে।
ওমর সানি বলেন, আমি আমার গার্ডিয়ান হিসেবে ছেলে ফারদিনকে মেনে নিলাম। তারাই সবকিছু জানাবে। আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত; স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না, ২৭ বছরের এই সংসার জীবনে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। কিন্তু বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা জানেন সে কে?
গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।
১০ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের খবর, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে জায়েদ খান এসব অস্বীকার করেছেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’

