আজ অভিনেতা এম এইচ পলাশের জন্মদিন
প্রকাশিত: ১৩:৪৬, ১ জুলাই ২০২৩

এম এইচ পলাশ
আজ ০১ জুলাই তরুন অভিনেতা এম এইচ পলাশ এর জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার পাদ্রীশিবপুর ইউনিয়নে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।
ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিলো তার। সেই আগ্রহ থেকেই ২০১৫ সালে নাট্যব্যেদ থিয়েটারে সাথে যুক্ত হন তিনি। প্রথমে পথনাটক পরে ২০১৬ সালে মঞ্চ নাটক ‘কমলাকান্ত’ তে অভিনয় করে সবার নজরে আসেন তিনি।
পলাশ বলেন, ২০১৬ সালে আমার মিডিয়া গুরু মিলন ভট্টাচার্য তার হাত ধরেই আমার টিভি মিডিয়া যাত্রা শুরু হয়। এরপরে পলাশের `সুহৃদ মডেল ফেয়ার’র ব্যানারে অনেক পোশাক ব্র্যান্ড এর সাথে কাজ করা হয়েছে। এর মধ্যে বিহঙ্গ, সুহৃদ, ইমিসে, আদিবা মাঠসহ আরো অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছিলো।
পলাশের প্রথম টিভি নাটক ‘মেজাজ ৪৯’ যেটার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মোশারফ করিম। নাটকটি ডিরেক্টর ছিলেন মিলন ভট্টাচার্য।
ওই বছরই দীপ্তটিভির ধারাবাহিক নাটক পালকি’তে অভিনয় করেন তিনি, সাথে সাথে একাধিক খণ্ড নাটকে অভিনয় করেন। তিনি সর্বশেষ বাংলাভিশনে নিমা রহমান‘র নির্দেশনায় ‘গুলশান এভিনিউ’তে আশরাফ নাম একটি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেন।
সম্প্রতি আপন আহসানের পরিচালনায় ‘আই এফ আই সি’ ব্যাংকের একটি বিজ্ঞাপনে পলাশের মুখের ‘ভাইজান কই যাও’ ডায়লগটি খুব ভাইরাল হয়। এ ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞাপনে ওয়েটার চরিত্রে দেখা গিয়েছে তাকে।
পলাশ আরও বলেন, আপন আহসানের পরিচালনায় আমার আরও একটি বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে যেটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন আফসানা মিমি ম্যাম। বিজ্ঞাপনটি আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে যাবার কথা রয়েছে।
বর্তমানে এম এইচ পলাশ নিয়মিত মঞ্চে অভিনয়, মডেলিং, বিজ্ঞাপন, টিভি নাটকে কাজ করেছেন। তিনি নাট্যবেদ এর কার্যনির্বাহী সদস্য। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর পূর্ণ সদস্য।
অভিনয়ের পাশাপাশি পলাশ দেশের একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
জন্মদিন উপলক্ষ্যে এম এইচ পলাশ বলেন, সবার আগে যেন আমি একজন ভালো মানুষ হতে পারি আর একজন ভালো মানুষ হলেই একজন ভালো অভিনেতা হওয়া সম্ভব। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’