ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

অবশেষে ফারুকী-তিশার ঘরে এলো নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:১৪, ৬ জানুয়ারি ২০২২

অবশেষে ফারুকী-তিশার ঘরে এলো নতুন সদস্য

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

অবশেষে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির পরিবারে এলো নতুন সদস্য। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে একটি মেয়ে। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। ফারুকী জানিয়েছেন, মা-মেয়ে সুস্থ আছে। 

তিশার অফিসিয়াল ফেসবুক পেজে এই সুখবরটি জানিয়ে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসায় আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।’

পোস্টে তিশা ও তার সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। তবে এখনই কন্যার মুখ দেখাতে নারাজ ফারুকী। তাই অ্যাপের কারিকুরিতে ঢেকে দেওয়া হয়েছে ইলহামের মুখ। ফেসবুক পোস্টে চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন তিশা। 

সম্প্রতি ফারুকী জানিয়ে ছিলেন তিশা সন্তানসম্ভবা। শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন তারা। 

২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। এরপর নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। তিশা পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন। 

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত