ঢাকা, ১৮ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ মে, ২০২৪       
Shruhid Tea

সারাদেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৪, ২২ জুন ২০২১

সারাদেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ

ছবি-সংগৃহীত

সারাদেশের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হচ্ছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রেলমন্ত্রী বলেন, আমরা আগের সিদ্ধান্ত সংশোধন করেছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনও ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে, সোমবার  রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ।

বঙ্গবাণী/এমএস 

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত