ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

রোজায় নতুন অফিস সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫২, ১৩ মার্চ ২০২৩

রোজায় নতুন অফিস সূচি নির্ধারণ

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে রোববার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব 

আগমী ২২ মার্চ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে ২৩ তারিখ থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এবারের রমজান মাসের অফিসের সময়-সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। 

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়-সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, এবারের রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত