ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১৫ ১৪৩২
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ লাখ মানুষ’

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২৮, ৬ আগস্ট ২০২১

‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ লাখ মানুষ’

স্বাস্থ্যের ডিজি এ বি এম খুরশীদ আলম। ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া টিকাদান ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

শুক্রবার সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ বি এম খুরশীদ আলম বলেন, দেশে ১৮ বছরের ঊর্ধ্বে অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টিকা দিতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই টিকা দেওয়ার বয়সসীমা ২৫ ঊর্ধ্ব করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের দুর্গম এলাকায় ৭, ৮ ও ৯ আগস্ট করোনার টিকা দেওয়া হবে। আর ১০ থেকে ১২ আগস্ট করোনা প্রতিরোধে জোরপূর্বক বাস্তুচ্যুতদের টিকা দেওয়া হবে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত