নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের দাবি বিএনপির
প্রকাশিত: ০৯:৫৫, ৮ সেপ্টেম্বর ২০২০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা অবিলম্বে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা শুধু বিদ্যুৎ, গ্যাস, এসির কারণে ঘটেছে, নাকি ইচ্ছাকৃত কোনও নাশকতামূলক কাজ, তা তদন্ত করতে হবে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।’ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘শুধু কোবিড-১৯ এর কারণে যশোর ও বগুড়ার দুইটি আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল বিএনপি। তবে এখন ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ আসনের উপনির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার ইচ্ছা আছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার বিষয়টা অত্যন্ত বিগ রুটেড। এখানে অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। একটা হচ্ছে, স্পষ্ট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। পুলিশকে এই পাওয়ার কে দিয়েছে যে, মুহূর্তের মধ্যে একজনকে গুলি করে হত্যা করে।’
সরকার নির্দেশ দিয়ে কোভিড টেস্টিং কমিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘লক্ষ করে দেখেন, প্রতিদিনের ব্রিফিং বন্ধ করে দিয়েছে। কারণ আর কত মিথ্যা কথা বলবে। এখন একটা প্রেস রিলিজ দিয়ে দেয় অনলাইনে। সংক্রমণের তথ্য লুকিয়ে লাভ কী?’
বঙ্গবাণী/এমএস
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

