ঢাকা, ১৮ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ মে, ২০২৪       
Shruhid Tea

দেশে এলো আরো ১৭ লাখ সিনোফার্মের টিকা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২১:৪২, ১০ আগস্ট ২০২১

দেশে এলো আরো ১৭ লাখ সিনোফার্মের টিকা

ছবি-সংগৃহীত

মহামারী করোনা রোধে কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের একটি টিম টিকা নিতে বিমানবন্দরের ভেতরে এসেছিলেন।

এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে রওনা দেয় ফ্লাইটটি।

গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরো ৩০ লাখ টিকা এসেছে। তবে এ প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে টিকা এলো।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। গত ১২ মে প্রথম দফায় চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় চীন ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত