ঢাকা, ১৮ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ মে, ২০২৪       
Shruhid Tea

চীন থেকে এলো সিনোফার্মের আরো পৌনে ১৮ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৮:৫৭, ১২ আগস্ট ২০২১

চীন থেকে এলো সিনোফার্মের আরো পৌনে ১৮ লাখ টিকা

ছবি-সংগৃহীত

মহামারী করোনা ভাইরাস রোধে কোভ্যাক্সের আওতায় চীন থেকে দ্বিতীয় চালানে সিনোফার্মের আরো পৌনে ১৮ লাখ টিকার ডোজ দেশে পৌঁছেছে। বুধবার সন্ধ্যার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকার চালান পৌঁছায়। বিমানবন্দর সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার চীনা দূতাবাস সূত্র জানিয়েছিল, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭ টা ২০ মিনিটে এয়ার আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ টিকা নিয়ে আসবে।

উল্লেখ্য, গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা এসেছে। গত ৩০ জুলাই আসে আরো ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ টিকা আসে। এবার দ্বিতীয় দফায় আসছে আরো ১৭ লাখ ৭৭ হাজার টিকা।

সিনোফার্মের কেনা টিকার আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় দেশটি। দ্বিতীয় দফায় উপহার দেয় আরো ৬ লাখ ডোজ টিকা ।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত