ঢাকা, ১৮ মে, ২০২৪ | জ্যৈষ্ঠ ৪ ১৪৩১
ঢাকা, ১৮ মে, ২০২৪       
Shruhid Tea

ইউএনও ওয়াহিদার প্যারালাইজড ডান পাশ নিয়ে র্নিবাক চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:১৭, ৯ সেপ্টেম্বর ২০২০

ইউএনও ওয়াহিদার প্যারালাইজড ডান পাশ নিয়ে র্নিবাক চিকিৎসকরা

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হচ্ছে। তার চেতনার মাত্রা ঠিক রয়েছে। কথা বলছেন হালকা, স্বজনদের চিনতে পারছেন। তবে তার প্যারালাইজড হওয়া ডান পাশ বিষয়ে চিকিৎসকরা এখনই কিছু বলতে পারছেন না। আরও সময় গেলে বোঝা যাবে বলে জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেনের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তার জ্ঞানের মাত্রা অনেক ভালো আছে। জিসিএস স্কোর ভালো, ১৫-তে আছে (এখানে উল্লেখ্য, একজন স্বাভাবিক মানুষের গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস ১৪-১৫ থাকে,  জিসিএস ৮-এ নেমে এলে তাকে ক্রিটিক্যাল বলে ধরা হয়)। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে আর ইমপ্রুভ করারই কথা। কেবল প্যারালাইসিসটার কতটুকু কী হবে সেটাই চিন্তার বিষয়, প্যারালাইসিসের বিষয়ে বলা মুশকিল।’

ওয়াহিদা খানমের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেন, ডান সাইড বাদ দিলে তার পুরো রিকভারি হয়ে গেছে। আর প্যারালাইসিসের কোনও রিকভারি হয়নি, ওটা কতটুকু হবে, না হবে বলা খুব কঠিন। তবে নতুন করে কোনও জটিলতা তৈরি হয়নি। তার চেতনা লেভেল ঠিক আছে।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত