ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ | মাঘ ১ ১৪৩১
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৩, ২৭ জুন ২০২১

সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ

ফাইল ছবি

মহামারী করোনা নিয়ন্ত্রনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে সোমবার ( ২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করবে। আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। সেই সঙ্গে সকল শপিংমল, মার্কেট, রিসোর্ট, পর্যটনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

তবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবারের দোকান খোলা থাকলেও কেউ বসে খেতে পারবে না। শুধু পার্সেল দিতে পারবে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত