ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৪ | কার্তিক ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:৪০, ৩১ জুলাই ২০২১

ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি খাবার বিতরণ কর্মসূচী শেষে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফরিদপুরের বিএনপি নেতারা। 

ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রুকসুর সাবেক ভিপি খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেন, অবিলম্বে জুয়েলের মুক্তি দাবি করছি।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু বলেন, ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক জুলফিকার হোসেন জুয়েলকে গ্রেফতারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে কিবরিয়া স্বপন বলেছেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল এর গ্রেফতার এর তীব্র নিন্দা জানাই এবং মুক্তি দাবী করছি।

মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ বলেন, ফরিদপুর জেলা ছাএদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকদল ফরিদপুর জেলা শাখার আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ভায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি চাই।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। এসময় জুলফিকার হোসেন জুয়েল ও মাহফুজুর রহমান সবুজসহ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, বিএনপি নেতা মাহমুদ কলি, দিলদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাবার বিতরণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের অভ্যন্তরে যেয়ে ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে কিছুক্ষণ অবস্থান করে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ফেব্রুয়ারী মাসে দায়েরকৃত একটি মারামারীর মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। 

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত