‘নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে’
প্রকাশিত: ২০:০৮, ৯ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। পুরোদমে নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। নির্বাচনের আমেজ আমরা সব জায়গায় দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দু-একজন দু-একটা কথা বলেন। কিন্তু আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না, যে কেউ বলতে পারেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এটি ছোট পার্টির জন্য যে রকম বড় পার্টির জন্য একই রকম আছে।
নির্বাচন কমিশন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে এমন অভিযোগ অনেকে করছেন সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, কোনো দলের বা কারও প্রতি ঝুঁকে পড়েনি। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, ঐটাকে দেখে অনেকে অন্যরকম ভাবছেন। সত্যিকার অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন। উনি শুধু বিএনপির নেত্রী না। উনি সারা বাংলাদেশের নেত্রী। সেজন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে এবং অনেকে শোক বইয়ে স্বাক্ষর করে আসছেন- এটা দেখে দু-একজন এ ধরনের কথা বলছেন।
তিনি বলেন, আমরা আবারও বলি এই নির্বাচনের আগে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যা যা করণীয় সব কিছু করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো জন্য করা হয়নি। বড় দল হোক ছোট দল হোক সবার জন্য প্ল্যাটফর্ম সমান।
এর আগে তিনি নগরীর বুড়া পীরের মাজার পরিদর্শনের পর গত বছর জানুয়ারি মাসে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে বাৎসরিক ওরস শরিফ ও সামা কাওয়ালি চলাকালে হামলা-ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন।#
- সারাদেশে সাতদিন লকডাউন
- মহান বিজয় দিবস আজ
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন

