দেশের বাজারে কমলো সোনার দাম
প্রকাশিত: ১০:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

প্রতীকী ছবি
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর ঘেষনা অনুযায়ী সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে সোনার এই নতুন দাম দেশে কার্যকর হবে। সবচেয়ে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
বাজুস নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।
তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। এর ফলে চলতি মাসে দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমলো।
সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়েছিল।
বঙ্গবাণীডটকম/এমএস
- সেরা ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
- আমদানি কম, বেড়েছে পেঁয়াজের দাম
- স্বপ্ন` এখন রাজধানীর নিউ ইস্কাটনে
- এক সপ্তাহের মাথায় কমল সোনার দাম
- ‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়
- দাম কমলো এলপি গ্যাসের, জুন থেকে কার্যকর
- ইভ্যালি নিয়ে গ্রাহকদের যে পরামর্শ দিলেন নতুন এমডি
- রেকর্ড ভেঙে ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ
- ঋণ নিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার
- আরেক দফা বাড়লো সোনার দাম
- রবিবার থেকে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
- ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি, বাংলাদেশে রফতানি বন্ধ
- সোনার আদলে এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ৪১ হাজার ৫৮৩ কোটি টাকা
- যে কারণে তিতাসের পাইপ লাইনে লিকেজ