ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ | মাঘ ৪ ১৪৩২
ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬       
Shruhid Tea

উত্তরায় বাড়িতে ভবনে আগুন, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩১, ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরায় বাড়িতে ভবনে আগুন, নিহত ৬

রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছিলো ফায়ার সার্ভিস।

প্রথমে তিনজনের মৃত্যুর খবর দেয় ফায়ার সার্ভিস। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।

নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। ঘরে বিপুল পরিমাণ আসবাব থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং হতাহতের সংখ্যা বেশি হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।#

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত