ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪ | আশ্বিন ২৯ ১৪৩১
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪       
Shruhid Tea

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ছবি-সংগৃহীত

আজ দুপুরে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (মঙ্গলবার) বেলা ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুইদিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। গত শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত